
রাইজিংসিলেট- দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এই সপ্তাহেই রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
৭ নভেম্বর (শুক্রবার) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, আগামী ৯ থেকে ১০ নভেম্বরের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় হালকা শীত অনুভূত হতে পারে। ওই সময় রাতে তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি বা তারও নিচে নামবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
মধ্য ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থেকে ১৭–১৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে দিনের বেলায় বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে, ফলে দিনে শীত তেমন অনুভূত হবে না।
এছাড়া আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনেও ৮ নভেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমার কথা বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এই ঠান্ডা ভাব কয়েকদিন টিকে থাকতে পারে। তবে ১৭–১৮ নভেম্বরের দিকে আবারও তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।