ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদনীঘাট মাছবাজার এলাকা থেকে ৬ জন জুয়াড়ীকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৪, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ads

দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছবাজার এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কামাল হোসেন (৫৮), জামাল মিয়া (৩৪), খোকন মিয়া (৩৮), নয়ন দেব (৪১), হান্নান মিয়া(৩১), আশখ আলী (৪৩)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার ননএফআইআর নং-২১০/২৫,তারিখ-২৩/১০/২০২৫খ্রিঃ,ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘জুয়া খেলা অর্থনীতির জন্য ক্ষতিকর এবং সামাজিক সমস্যা সৃষ্টি করে। তাই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছবাজার এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এই অভিযানে তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।