ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরি ছেড়েছেন ৫৭ জন কর্মকর্তা

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৫, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি ছেড়েছেন ৫৭ জন কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের চাকরিকে অব্যাহতি দেওয়া এসব কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক ছেড়ে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)সহ অন্যান্য চাকরিতে যোগ দিয়েছেন।

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

চাকরি থেকে অব্যাহতি নেওয়ার এসব কর্মকর্তার মধ্যে একজন উপ-পরিচালক, ৫৫ সহকারী পরিচালক ও একজন অফিসার রয়েছেন।

তাদের মধ্যে ৪৮ জনের চাকরির পদত্যাগপত্র বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কার্যকর হয়েছে। এছাড়া ৩১ মার্চ, ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল একজন করে অব্যাহতি দিয়েছেন, ১৮ এপ্রিল দুজন এবং ২১ এপ্রিল চারজনের অব্যাহতি কার্যকর হয়েছে।

চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তার বেশির ভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া খুলনা ও বরিশাল অফিসে ৩ জন, সিলেট অফিসে ২ জন, মতিঝিল, চট্টগ্রাম ও রংপুর অফিসে ১ জন করে কর্মরত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের চাকরি থেকে অব্যাহতি দেওয়া একাধিক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি ছেড়ে যাওয়ার ঘটনা কম বেশি প্রতি বছরই ঘটে থাকে। এবার বেড়েছে।

তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের  চাকরি তুলনামূলক ভালো মনে করা হয়। এ জন্য অনেকে বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও বাংলাদেশ ব্যাংকে থেকে যেতো। এখন চিত্রটা বদলেছে, বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় একটু বেশি সুযোগ-সুবিধা পেতেন। ক্রমান্বয়ে তা কমিয়ে আনা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়ার প্রবণতা বাড়ছে।

তিনি বলেন, বিজিএসএ রেজাল্টের পর এমন হয়। যারা আগে বাংলাদেশে চাকরি পেয়েছেন, চাকরি করছিলেন। পরে তারা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলে চাকরি ছেড়ে চলে গেছেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবা উল হক বলেন, বিসিএসসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি হওয়ার কারণে তারা বাংলাদেশ ব্যাংকের চাকরি থেকে পদত্যাগ করেছেন। এবার যে ৫৭ জন চাকরি ছেড়েছেন এর মধ্যে ৫৪ জনই বিসিএস কোয়ালিফাই করেছেন। তুলনামূলক আরও ভালো চাকরি পেয়েছেন, এমনও অনেকে আছেন যারা বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি ছেড়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।