
চাঞ্চল্যকর এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে । সেখানে দেখা যায়, জঙ্গলের ধারে অতিথিনিবাসের সামনে বসে আছেন এক বনরক্ষী। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বিশাল বাঘ, মুহূর্তের মধ্যে বনরক্ষীর ঘাড়ে কামড় দিয়ে তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের গভীরে!
তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই সামনে আসে আসল সত্য। প্রাক্তন বনকর্তা সুশান্ত নন্দ নিজেই ভিডিওটি পুনরায় শেয়ার করে জানান, এটি একটি কৃত্রিম মেধা দ্বারা তৈরি ভুয়ো ভিডিও। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়। অনেকেই ঘটনাটি দেখে আতঙ্ক প্রকাশ করেন, আবার কেউ কেউ অবিশ্বাসও করেন। ভিডিওটি প্রথম পোস্ট করা হয় ‘হিম্মু’ নামের একটি এক্স (টুইটার) হ্যান্ডল থেকে। অল্প সময়েই তা লাখো মানুষ দেখে ফেলেন। লাইক, শেয়ার ও কমেন্টের বন্যা বয়ে যায়।
সুশান্ত নন্দ তার পোস্টে লেখেন, এটি সম্পূর্ণভাবে কৃত্রিম মেধার সাহায্যে তৈরি। বাঘ সাধারণত মানুষ ভক্ষক নয় এবং তারা কখনও খাবারের জন্য মানুষ শিকার করে না। বাঘকে সম্মান করুন। এমন বিভ্রান্তিকর ভিডিওর প্ররোচনায় পা দেবেন না।
তার এই ব্যাখ্যা প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে আবার শুরু হয় নতুন বিতর্ক। অনেকেই এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য তীব্র সমালোচনা করেন। কেউ কেউ বিরক্তি প্রকাশ করে লিখেছেন, এখন এআই-তৈরি ভুয়ো ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি।
বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম মেধার সাহায্যে এমন বাস্তবসম্মত ভিডিও তৈরি এখন খুব সহজ হয়ে গেছে। ফলে সত্য-মিথ্যা যাচাই না করেই এসব ভিডিও ভাইরাল হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে।
বন বিভাগের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা জারি করা হতে পারে যাতে মানুষ এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্টে বিশ্বাস না করে।