
লাক্কাতুড়া চা বাগান থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিৃজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগানে অভিযান চালায়। এসময় জুয়া খেলার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হচ্ছে, লাক্কাতুড়া চা বাগানের মিলন লোহার ছেলে মিশু লোহার (২৪) ও ব্রজ লোহার ছেলে অক্ষয় লোহার (১৯) এবং কোম্পানীগঞ্জের গৌরীনগর গ্রামের সুরকম আলীর ছেলে ফয়জুল হক (২৬)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।