রাইজিংসিলেট- দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হওয়ায় মৃত বাবার নামেও গালি শুনতে হচ্ছে বলে আক্ষেপ করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বুধবার (৩ জানুয়ারি) চুনারুঘাটে এক নির্বাচনী সমাবেশে ইশতেহার ঘোষণার সময় এই আক্ষেপ করেন তিনি।
সমাবেশে আবেগাপ্লুত সুমন বলেন, আমি নসিবের কারণে নির্বাচনে এমপি প্রার্থী হয়েছি। আমার বাবা নেই, এতিম। তবু আমাকে জারজ সন্তান বলেছে প্রতিপক্ষ। এর বিচার আমি আপনাদের কাছে দিয়ে রাখলাম।
সমাবেশে নিজ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সুমন। তিনি প্রতিশ্রুতি দেন, হবিগঞ্জ-৪ আসনকে আমি রাজশাহীর আদলে মালয়েশিয়ান গাছ দিয়ে সাজিয়ে তুলবো। আমার আসন হবে বাংলাদেশের নতুন পর্যটন নগরী। শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলার ব্যবস্থা করবো। মৃত্যুর আগে আমি চা শ্রমিকদের সন্তানদের ব্যারিস্টার বানিয়ে রেখে যেতে চাই।
এ সময় তিনি আরও বলেন, আমি শখ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হই নাই। আমি জিতলেও শেখ হাসিনা জিতবে। নৌকা জিতলেও শেখ হাসিনাই জিতবে। আমি ঈগল মার্কায় জয় নিয়ে তা শেখ হাসিনার হাতেই তুলে দেবো।
সমাবেশ শুরুর আগে বিশাল নির্বাচনী শোডাউন করেন ব্যারিস্টার সুমন। হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হবে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল নির্বাচনী প্রচারণা।