ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চা শ্রমিকের সন্তানদের ব্যারিস্টার বানাতে চান সুমন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৪, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হওয়ায় মৃত বাবার নামেও গালি শুনতে হচ্ছে বলে আক্ষেপ করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার (৩ জানুয়ারি) চুনারুঘাটে এক নির্বাচনী সমাবেশে ইশতেহার ঘোষণার সময় এই আক্ষেপ করেন তিনি।

সমাবেশে আবেগাপ্লুত সুমন বলেন, আমি নসিবের কারণে নির্বাচনে এমপি প্রার্থী হয়েছি। আমার বাবা নেই, এতিম। তবু আমাকে জারজ সন্তান বলেছে প্রতিপক্ষ। এর বিচার আমি আপনাদের কাছে দিয়ে রাখলাম।

সমাবেশে নিজ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সুমন। তিনি প্রতিশ্রুতি দেন, হবিগঞ্জ-৪ আসনকে আমি রাজশাহীর আদলে মালয়েশিয়ান গাছ দিয়ে সাজিয়ে তুলবো। আমার আসন হবে বাংলাদেশের নতুন পর্যটন নগরী। শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলার ব্যবস্থা করবো। মৃত্যুর আগে আমি চা শ্রমিকদের সন্তানদের ব্যারিস্টার বানিয়ে রেখে যেতে চাই।

এ সময় তিনি আরও বলেন, আমি শখ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হই নাই। আমি জিতলেও শেখ হাসিনা জিতবে। নৌকা জিতলেও শেখ হাসিনাই জিতবে। আমি ঈগল মার্কায় জয় নিয়ে তা শেখ হাসিনার হাতেই তুলে দেবো।

সমাবেশ শুরুর আগে বিশাল নির্বাচনী শোডাউন করেন ব্যারিস্টার সুমন। হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হবে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল নির্বাচনী প্রচারণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।