
রাইজিংসিলেট- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।
দলটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এবং উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে এই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
গত ২৯ আগস্ট রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে নুরসহ অনেকে আহত হন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ ১৮ দিন চিকিৎসা গ্রহণ করেন।
পরবর্তীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর নুর সিঙ্গাপুরে যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।