ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসাসেবা দিতে একঝাঁক চিকিৎসকবৃন্দ সোমবার সকালে সিলেট আসছেন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট বিভাগে এক সপ্তাহব্যাপী চিকিৎসাসেবা দিতে একঝাঁক চিকিৎসকবৃন্দ সোমবার ভোর সকালে সিলেট আসছেন।

সারা বিশ্বের অগণিত মানুষের ভালোবাসায় সে সংকট কাটিয়ে ৯ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি শিশু তাফিদা রাকিব এখন সুস্থ হওয়ার পথে। পৃথিবীর সহৃদয় মানুষরা তাফিদাকে যে ভালোবাসার সহায়তা উপহার দিয়েছিলেন তার অংশ থেকেই তার বাবা-মা তাফিদার নামে চ্যারিটি ফাউন্ডেশন গড়ে তোলেন।

তাফিদা যেনো আলো হয়ে জ্বললো অসহায় চিকিৎসা প্রত্যাশীদের সামনে। অথচ তাফিদারই জীবনের আলো একসময় নিভে যাওয়ার উপক্রম হয়েছিলো চিকিৎসা সংকটের কারণে।

‘তাফিদা-রাকিব ফাউন্ডেশন’ নামের সে দাতব্য সংগঠনের উদ্যোগে সিলেট বিভাগে এক সপ্তাহব্যাপী চিকিৎসাসেবা দিতে বিট্রিশ ও ইউরোপের বিভিন্ন দেশের একঝাঁক চিকিৎসকবৃন্দ সোমবার ভোর সকালে সিলেট আসছেন।

তাফিদা-রাকিব ফাউন্ডেশনের মুখপাত্র ও ওয়েলসের বিবিসি সেলিব্রিটি শেফ আবুল হোসাইন জানান, দেশের স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বের এ মাত্রার অংশগ্রহণ পূর্বে খুব কমই পরিলক্ষিত হয়েছে। ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য হলো, অসহায়, গরীব ও এতিমদের সু চিকিৎসা দিয়ে সেবা করা। সিলেটে সপ্তাহব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

তারা সপ্তাহব্যাপী সিলেট জেলার বিভিন্ন স্থানে তাফিদা-রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পে অসহায়, গরীব রুগীদের চিকিৎসা দিবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।