
রাইজিংসিলেট- চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে দুই ভাই আ ট ক। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৩ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন—গ্রামের বাসিন্দা রমিজ মিয়া (৪২) ও তার ছোট ভাই সোহাগ মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানকালে তাদের কাছ থেকে কিছু সন্দেহজনক ট্যাবলেট, দেশীয় ধারালো জিনিসপত্র, কয়েকটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
পরে রাত ৯টার দিকে সেনাবাহিনী তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।