ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চুরি করতে দেখে ফেলায় এই হ ত্যা-ডিএমপি

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১১, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় মা লায়লা আফরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যাকাণ্ডের মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি করতে দেখে ফেলায় এই হত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এক ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, আয়েশা নরসিংদীর সলিমগঞ্জের রবিউল ইসলামের মেয়ে এবং ঢাকার সাভারের হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় স্বামী রাব্বী সিকদারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। হত্যাকাণ্ডের পর পুলিশ বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে আসামিকে ধরার জন্য অভিযান চালায়। পরে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীকেও হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, মামলার বাদী আ জ ম আজিজুল ইসলাম তার বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে চার দিন আগে আয়েশাকে নিয়োগ দেন। হত্যাকাণ্ড ঘটার দিন সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা কাজ করার জন্য বাসায় আসে এবং সকাল ৯টা ৩৫ মিনিটে বাদীর মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায়। সে সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

মো. আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, জানান, হত্যাকাণ্ডের পর থেকে একাধিক টিম সিসি ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে রহস্য উদঘাটনের চেষ্টা চালায় এবং গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। এই মর্মান্তিক ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

মামলার বাদী স্কুল শিক্ষক আজিজুল বলেন, তিনি সকালে কর্মস্থলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি। দুপুরে বাসায় এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মেয়েকে দ্রুত হাসপাতালে নেন, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। স্ত্রীও নিহত অবস্থায় বাসায় পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।