
রাইজিংসিলেট- চোখের পরীক্ষায় ফেল? তাহলে বয়সীদের গাড়ি চালানো বন্ধ হতে পারে ইংল্যান্ডে! ইংল্যান্ড ও ওয়েলসে নতুন সড়ক নিরাপত্তা আইন আসছে, যেখানে বলা হচ্ছে—৭০ বছর বা তার বেশি বয়সী কেউ বাধ্যতামূলক চোখের পরীক্ষায় উত্তীর্ণ না হলে, তাদের গাড়ি চালানো নিষিদ্ধ হতে পারে।
এই আইনের মূল লক্ষ্য হচ্ছে দুর্ঘটনা কমানো এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করা। দুর্বল দৃষ্টিশক্তি ও অসচেতন চালনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে অনেক প্রাণহানি ঘটেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু চোখের সমস্যার কারণে দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও সিটবেল্ট না পরলে জরিমানার বিধানও আরও কঠোর করা হচ্ছে।
সরকার বলছে, প্রতি বছর ১৬০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়, আর হাজার হাজার মানুষ আহত হন। এসব দুর্ঘটনায় সরকারকে বছরে প্রায় ২ বিলিয়ন ইউরো খরচ করতে হয়।
নতুন আইন আগামীতেই কার্যকর হতে পারে।