চোরাই পথে আসা ১৪টি ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাঁশতলা বিওপি’র টহলদল ।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সীমান্ত পিলার ১৪৩৪/এমপি হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার মৌলারপার নামক স্থান থেকে এসব গরু আটক করা হয়। আটককৃত গরুগুলোর সিজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক একে এম জাকারিয়া কাদের বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধসহ সকল অবৈধ কার্যক্রম দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।