ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে টাইগারদের সামনে আজ যে সমীকরণ

rising sylhet
rising sylhet
নভেম্বর ৬, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রাখে বাংলাদেশ দল। অথচ প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে সবার আগে টাইগাররাই ছিটকে পড়ে। বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পাশাপাশি শঙ্কায় পড়েছে বাংলাদেশ দলের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার সুযোগও।

বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে টাইগারর। জিতেছে কেবল একটিতে। তাইতো পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ নিয়ে বিপাকে সাকিব বাহিনী। তবে আশার কথা হচ্ছে, এখনও বাংলাদেশ দলের ক্ষীণ আশা বেঁচে আছে। অবশ্য তার জন্য জয়ের পাশাপাশি রয়েছে সমীকরণও।

সেক্ষেত্রে বিশ্বকাপ এখনও বাকি থাকা দুই ম্যাচের একটিতে তো জিততে হবেই, সঙ্গে অন্যটিতে হারলেও যেন ব্যবধানে বেশি বড় না হয় সেটা নিশ্চিত করতে হবে সাকিব আল হাসানদের। টাইগারদের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। যার একটি আজ শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে।

বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আজকের ম্যাচটিতে জয় পাওয়ার ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। কারণ চোটের কারণে লঙ্কান দলে নেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এ সুযোগটাই কাজে লাগাতে হবে সাকিব বাহিনীর। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পেলেও বেশি ব্যবধানে হারা যাবে না। অবশ্য এই দুটি শর্ত মিললেই চলবে না।

শ্রীলঙ্কার বিপক্ষে জয় কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে কম ব্যবধানের পরও চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করতে হলে বাংলাদেশের সামনে আরও কিছু ‘যদি কিন্তু’ সমীকরণ মেলাতে হবে। তাহলেই কেবল খুলতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য।

এক্ষেত্রে টাইগারদের জন্য অন্য শর্ত হলো, অবশ্যই শ্রীলঙ্কা তাদের বাকি ম্যাচটিতেও (নিউজিল্যান্ডের বিপক্ষে) হারতে হবে। অর্থ্যাৎ, লঙ্কানদের শেষ দুই ম্যাচে পরাজয়ের পাশাপাশি বাংলাদেশকে একটিতে অবশ্যই বড় জয়ে রান রেট বাড়িয়ে নিতে হবে।

শ্রীলঙ্কা বিশ্বকাপে তাদের নবম ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। যাদের সামনে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য ওই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। সেমিফাইনাল যেতে হলে লঙ্কানদের যে কোনোভাবে হারাতে চাইবে কিউইরা। যে কারণে ওই ম্যাচে লঙ্কানদের হারের সম্ভাবনাও বেশি। বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে দুই জয়ে লঙ্কানদের সংগ্রহ ৪ পয়েন্ট (রানরেট -১.১৬২)। আর তাদের বিপক্ষে জিতলে টাইগাদের পয়েন্টও হবে ৪।

টানা ছয় পরাজয়ে বাংলাদেশ দল রানরেটে কিছুটা পিছিয়ে থাকলেও জয়ের কারণে লঙ্কানদের টপকে যেতে পারবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলে কুশল মেন্ডিসদের পয়েন্ট আরও কমবে। সেক্ষেত্রে এর পুরো সুবিধা নেবে টাইগারবাহিনী।

টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিতে আরও একটি সমীকরণের মুখোমুখি হবে। নেদারল্যান্ডসকে তাদের বাকি দুটি ম্যাচে হারতে হবে। এক্ষেত্রে ডাচদের জয়ের সম্ভাবনা একেবারেই কম। তাদের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে।

২৯৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।