ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের সেই বিতর্কিত প্রধান শিক্ষক সাময়িক বর খা স্ত

rising sylhet
rising sylhet
জুলাই ২২, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ads

ছাতক প্রতিনিধিঃ আর্থিক অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগে অবশেষে সাময়িক বরখাস্ত হলেন, মোহাম্মদ মোস্তাক আহমদ নামের এক স্কুল প্রধান শিক্ষক। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনিয়মের তদন্ত প্রমানিত হওয়ায় গত ২১ জুলাই ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে আর্থিক অনিয়ম ও দায়িত্ব অবহেলার সম্পৃক্ততা থাকায় এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধানমালা ২০২৪ এর ৫৩ (৭) মতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত চলাকালিন সময়ে সহকারী প্রধান মিসবাহ উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন বলে সাময়িক বরখাস্ত সংক্রান্ত পত্রে উল্লেখ করা হয়।

জানা যায়, ২০১১ সালের ৮জুন হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোহাম্মদ মোস্তাক আহমদ। ২০২৪ সালে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দায়ের করা হয় তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মস্তফা মুন্না’র বরাবরে। পরে তার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দূর্নীতির সম্পৃক্ততা পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ তরিকুল ইসলাম তাকে সাময়িক বরখাস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।