
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর-জামুরা ও নাছিমপুর এলাকার সংরক্ষিত বনভূমি থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। বুধবার (১০ সেপ্টেম্বর) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২৬ আগস্ট দুপুরে নাছিমপুর মৌজার হাদা টিলা এলাকায় অনুমোদন ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে সংরক্ষিত বনভূমি থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। অভিযানে মাঝারি আকারের চারটি ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকাসহ আনুমানিক ৬শ ঘনফুট বালু জব্দ করা হয়। ঘটনার প্রেক্ষিতে ছাতক বনবিট কর্মকর্তা মো. আইয়ুব খান বাদী হয়ে ২৩ জনের নামে মামলা দায়ের করেন।
পরবর্তীতে ২৮ আগস্ট সকালে ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর-জামুরা সংরক্ষিত বনভূমি থেকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের সোনা মিয়ার ছেলে আব্দুল মতিন (৫৪) কে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। সে ২৬ আগস্টের ঘটনায় পালিয়ে যাওয়ার পরে ছাতক বনবিট কর্মকর্তা মো. আইয়ুব খান বাদী হয়ে ২৩ জনের নামে মামলা দায়ের করা মামলার ৩নং আসামী। অভিযানে তার দখল থেকে ১টি বালতি ও ২টি বেলচা জব্দ করা হয়। পরে তাকে মোবাইল কোর্টে দণ্ডিত করে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।