
রাইজিংসিলেট- ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনুমোদনবিহীনভাবে মাটি উত্তোলনের অপরাধে দুইজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, অভিযুক্তরা সরকারি খাল, পুকুর ও মূল্যবান ফসলি জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে আসছিলেন। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ কর্মকাণ্ডের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুরের আলাউদ্দিনের ছেলে হুমায়ুন আহমদ (২০) এবং লক্ষিভাউরের মো. মোসাদ্দর হোসেনের ছেলে মো. ময়না মিয়া (৩৭)-কে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এসআই আরিফুজ্জামান।
এ বিষয়ে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, কোনোভাবেই পরিবেশবিধ্বংসী কার্যকলাপ বরদাশত করা হবে না। জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান ছিল, এবং ভবিষ্যতে আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।