
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে অপকর্ম করে বহাল তবিয়তে সেই ইয়াবা মনিরসহ তার সহযোগিরা। সুরমার চর থেকে মাটি বিক্রি, সওজের ভূমি থেকে পাথর, মাটি ও গাছসহ সরকারী যন্ত্রাংশ বিক্রি করে সরকারী ঘরে বসবাসের মাধ্যমে ইয়াবা মনির ও তার পিতা চালাচ্ছে লুটপাট।
রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা সওজ কর্তৃপক্ষ। যে কারণে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলছেন ইয়াবা মনিরের খুটির জোর কোথায়?
জানা যায়, নোয়াখালী জেলার চাটখালী উপজেলার বানশা গ্রামের আবুল বাশার। তিনি ছাতক সওজ এর একজন কর্মচারি ছিলেন। এর সুবাদে পৌরশহরের দক্ষিণ বাগবাড়ি এলাকার সওজ বিভাগের সুরমা নদীর তীরে একটি ঘরে বসবাস করতেন। কয়েক বছর আগে তার চাকরির মেয়াদও শেষ হলেও সরকারী বাসা ছাড়েন নি। অসাধু কর্মকর্তাকে মেনেজ করেই ওই বাসায় আজও বসবাস করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ছাতকের সওজ বিভাগের সরকারী ঘরে বসবাসের সুযোগে আবুল বাশারের ছেলে সাজ্জাদ মাহমুদ মনির ওরফে ইয়াবা মনির সরকারী ঘরে গড়ে তুলেছে মাদকের আস্তানা। তার এমন কর্মকাণ্ডে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। গত ২০২২ সাল থেকে এখানের সওজের ভূমির পাথর, মাটি ও গাছ বিক্রি করে অর্ধকোটি টাকা লুটপাট করেছে ইয়াবা মনির ও তার পিতা আবুল বাশার। এখানের পাথর দিয়ে গ্রামের বাড়িতে তৈরি করেছে বিল্ডিং। আওয়ামীলীগ সরকারের আমলে নিজেকে যুবলীগ কর্মী পরিচয়ে এখানে বসবাসের সুযোগে আ’লীগের বিভক্তি দুই বলয় থেকে অনেক সুবিধা নিয়েছে ওই ইয়াবা মনির। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর সুরমার চর থেকে মাটি বিক্রিকালে এক ট্রাক চালক সহ দুজনকে হাতে নাতে গ্রেফতার করে যৌথবাহিনী। আটককৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মাটিখেকো চক্রের মুল হোতা ইয়াবা মনিরের নাম। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। এর আগে সোশ্যাল মিডিয়ায় তার প্রকাশ্যে ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এতে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি জনসম্মুখে প্রকাশ পায়। বর্তমানে ওই ইয়াবা মনির তার বাহিনী দিয়ে নদী ও সড়ক পথে চাঁদাবাজী, বালুমহালে চাঁদা আদায় সহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নদীপথে চোরাচালান আটক করে পুলিশ পৌঁছার আগেই ১৬ বস্তা শাড়ি ও শাল গায়েব করে এই ইয়াবা মনির চক্র। অন্যদিকে ২০২৩ সাল থেকে চোরাচালান, মাদক ও লুটপাটের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রচার করায় স্থানীয় সংবাদ কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে ইয়াবা মনিরসহ তার সহযোগিরা। তারা ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা ভিত্তিহীন সংবাদ চালিয়ে অপপ্রচার করছে। এতে ছাতকের সুশীল সমাজসহ সর্বস্থরের মানুষ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ইয়াবা মনির ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার করে ছাতক উপজেলাকে কলংক মুক্ত করার দাবি করেছেন এখানের সচেতন মহল। অপরদিকে ইয়াবা মনির ও তার সহযোগিদের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ও জাতীয় পত্রিতার প্রতিনিধিরা। তারা অনতি বিলম্বে অপপ্রচারকারী চিহৃিত মাদক ব্যবসায়ী ইয়াবা মনিরসহ তার সহযোগিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।
ছাতক সড়ক ও জনপদ উপ-বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, সওজ কর্তৃপক্ষ লাফার্জ ফেরিঘাট সংলগ্ন অবৈধ জমি উচ্ছেদ করেছে। ফেরি চালক আবুল বাশার অবসর নেয়ার পর অস্থায়ী হিসেবে রাখা হয়েছে। সে সুবাদে সরকারি বাসায় বসবাস করছে। সরকারি বাসায় কিভাবে বসবাস করছে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি বলেন, তার ছেলে মনিরের অপকর্মের জন্য অফিসে ডেকে এনে সতর্ক করা হয়েছে।