ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নতুন দৃষ্টিভঙ্গি-সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৫, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। সেমিনারটি পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মাহমুদুর রহমান।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে পানিবাহিত ও ভেক্টরবাহিত রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ সমস্যা মোকাবেলায় জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আগাম সচেতনতা, সেবা সহজীকরণ এবং সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সেমিনারে উপস্থিত ছিলেন: দৈনিক যায়যায়দিন ও যুগভেরী পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. খালেদ মিয়া, স্বাস্থ্যকর্মী মোহাম্মদ ফরিদ দেওয়ান, অংশগ্রহণকারী সামিত্রা মন্ডল, মোছা.শাহানা বেগম, মো.জাহেদ আহমেদ, ফারুক মিয়া, লিটন দাস, আশরাফুল ইসলাম, শৈলী বর্ধন ও মো. চমক আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।