
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করা হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়নের তকিপুর গ্রামের মাঠে এ ক্যাম্পেইন সম্পন্ন করা হয়।
খামারীদের মধ্যে বিনামূল্যে কৃমিনাশক, ভিটামিন- মিনারেল প্রদান ও বিভিন্ন প্রাণিস্বাস্হ্য সেবা দেয়া হয়।ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা.সুমন আচার্য। ভিএফএ শাহারিয়া, এলএফএ জাবের আহমদ সহ অন্যান্য মাঠ কর্মীবৃন্দ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মিলন মিয়া বলেন প্রাণিসম্পদ মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে। তাই গৃহ পাললিত পশু পাখি সুস্থ রাখতে হবে। সরকার প্রাণিসম্পদের প্রতি গুরত্ত দিয়েছে। আমরা ও খামারিরা এবং জনসাধারণ গৃহ পালিত পশুর প্রতি আরও যত্নবান হতে হবে। স্থানীয় লোকজন গরু ছাগলকে সময় মত টিকা প্রদান করত হবে। আমরা সেবা দানে সচেষ্ট রয়েছি।