ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে দেয়ালঘড়ি প্রতীকের সমর্থনে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

rising sylhet
rising sylhet
আগস্ট ১৫, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

ads

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ লাল মসজিদের পাশে খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে ছাতক উপজেলা ও পৌর শাখা এবং দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ও দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাইদ , এর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, মাওলানা নূরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন আতিক,জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা কামাল আহমদ, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মঈনুল হক,ছাতক উপজেলা শাখার সহ সভাপতি এহিয়া খান মাহবুব , পৌর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান আহমদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিকুর রহমান, উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক ইমাম উদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, মাওলানা মঞ্জুর রহমান, ইসলামি যুব মজলিস ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের দেশে আগমন উপলক্ষে ২৯ আগস্ট সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়ে মোটরশোভাযাত্রার মাধ্যমে তাকে ছাতক শহরে আনার পরিকল্পনা রয়েছে। দলীয় প্রতীক দেয়ালঘড়ি-এর সমর্থনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।