
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় থানা পুলিশের অভিযানে আবারও গ্রেপ্তার হলেন ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আওলাদ হোসেন মাষ্টার।
তিনি ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার সকালে পুলিশের দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্প্রতিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম খান এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মোফাখখারুল ইসলাম, সহ থানা এলাকায় অভিযান চালিয়ে থানার মামলা নং-২৮(৭)২৫ এর আসামী ইউপি চেয়ারম্যান মো.আওলাদ হোসেনকে গ্রেফতারপূর্বক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।