
ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি :সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার, মাদক মামলা, পুলিশ এসল্ট মামলা, নিয়মিত মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খানের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই কামাল, এসআই সঞ্জয়, এসআই আখতার, এসআই সিকান্দর, এসআই বিন আমিন, এএসআই নাছির, এএসআই মহি উদ্দিন, এএসআই বিশ্বজিৎ ও এএসআই তোহা সহ একদল পুলিশ সদস্য।
অভিযানে বিভিন্ন মামলার আসামীদের মধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে—১. মোঃ তোফাজ্জল হোসেন (৩৭), পিতা : আব্দুল মতিন। তিনি অস্ত্র আইন মামলা নং-৩৫(৯)২৫, মাদক মামলা নং-৩৬(৯)২৫ এবং পুলিশ এসল্ট মামলা নং-৩৭(৯)২০২৫ এর আসামী।২. রেজাউল করিম @ রেজাউল মিয়া (২৮), পিতা : মৃত আব্দুল রাজ্জাক @ আঃ রজাক মিয়া। তিনি পুলিশ এসল্ট মামলা নং-৩৭(৯)২০২৫ এর আসামী।৩. আমির হোসেন @ ইকবাল (২৯), পিতা : সুলেমান মিয়া। পুলিশ এসল্ট মামলা নং-৩৭(৯)২০২৫ এর আসামী।৪. লায়েক হোসেন (২৬), পিতা : আব্দুল কাদের। পুলিশ এসল্ট মামলা নং-৩৭(৯)২০২৫ এর আসামী।৫. আফজাল হোসেন (২০), পিতা : আব্দুল কাদের। সাং-জাউয়া (কোনাপাড়া), জাউয়া বাজার ইউনিয়ন, ছাতক। সেও পুলিশ এসল্ট মামলা নং-৩৭(৯)২০২৫ এর আসামী।৬. মোঃ আব্দুল শহিদ (৪৫), পিতা-মৃত আছকির আলী। সাং-শাহজালাল আবাসিক এলাকা, মন্ডলীভোগ, ছাতক পৌরসভা, ৭নং ওয়ার্ড। সে নিয়মিত মামলা নং-১৫(২)২০২৫ এর আসামী।৭. মোঃ আব্দুল আজিজ, পিতা : মোঃ হিরন মিয়া। সাং-তেঘরি রাধানগর, পোঃ-ছৈলা আফজালাবাদ, থানা-ছাতক। সিআর-৫৩২/২২ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছাতক থানার এই বিশেষ অভিযান এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন।