 
ছাতক প্রতিনিধিঃ ছাতকে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সজিব মিয়া (২৩) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের হেবজু মিয়ার পুত্র।
গত শুক্রবার (৩০মে)রাত ছাতক পৌর সভার রওশন কমপ্লেক্সের কাছে ছাতক-সিলেট সড়কে অবস্থানকালে গাঁজা সহ তাকে আটক করেন ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলী। তার কাছ থেকে একটি শপিং ব্যাগে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য ৩০ হাজার টাকা।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ,একজন গাঁজা ব্যবসায়ীকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                         
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                                                     
                                 
                                