
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে জয়কলস হাইওয়ে থানা পুলিশের আওতাধিন জাউয়াবাজারে একটি ট্রাফিক বক্সের উদ্বোধন করা হয়েছে। প্রবাসী ও এলাকার বিত্তবানদের অর্থায়নে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ বক্সটি গত বৃহস্পতিবার সকাল ১১টায় উদ্বোধন করা হয়। এটির আনুষ্ঠিক উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। উদ্বোধন পরবর্তীতে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ,
হাইওয়ে পুলিশ সিলেট রিজয়নের সহকারী পুলিশ সুপার মির্জা সাইজুদ্দিন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান, সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান,
জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাঈদ আহমদ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইন্সপেক্টর (অপারেশ) সঞ্জয় চক্রবর্তী, শেরপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অপারেশন) আবদুর রশিদ সরকার, আল মুনির জামেয়ার অধ্যক্ষ এ্যাডভোকেট শফিউর রহমান, , ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, আবদুল মুক্তাদির আলমগীর, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, ট্রাফিক পুলিশের টিএসআই আবদুল কাইয়ুম, জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাহুজ্জামান শিলু, সুনামগঞ্জ জেলা শ্রমিক নেতা বুরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, উদ্যোক্তা জুনাইদ আহমদ, ছাতক সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী খাদেমুল ইসলাম, আবদুর রহিম মেম্বার, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, শ্রেমিক নেতা ইমরান খান ও সৈয়দ এমরান হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা আলিম উদ্দিন।
প্রসঙ্গত, সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী থেকে হাসনরাজার তোরণ পর্যন্ত ৪৭ কিলোমিটার দৈর্ঘ্য এ সড়কের জাউয়াবাজারে গত ৫ সেপ্টেম্বর একটি হাইওয়ে পুলিশ বক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। বিশ দিনের মাথায় বক্সটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। এলাকার প্রবাসী ও বিত্তবানদের অর্থায়নে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে এ বক্সটি নির্মাণ করা হয়।