
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিট ফরেস্ট এর জায়গায় বালু খেকোরা অবৈধভাবে দীর্ঘদিন দরে বালু ও পাথর উত্তোলন করে আসছে।
গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রচার হওয়ার পর ২৬ আগষ্ট দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম এই এলাকায় অভিযান পরিচালনা করেন। বালু খেকোরা প্রশাসনের উপস্থিতি ঠের পেয়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায় এসময় বালু উত্তোলনকালে বালু ভর্তি চারটি ষ্টিলবডি নৌকা আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন দীর্ঘদিন ধরে বালু খেকোরা সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে তাই বিগত একমাসে চারবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনে এবং রাতে অভিযান পরিচালনা করে আসছি। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবস্থায়ই পরিবেশ ধ্বংসকারী কোনো কাজ ছাতক উপজেলায় করতে দেয়া হবে না।