ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক

rising sylhet
rising sylhet
জুন ১৯, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ads

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ছাতক উপজেলার বিভিন্ন দপ্তর ও চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। বুধবার (১৮ জুন) সকাল থেকে দিনব্যাপী এই পরিদর্শনে তিনি ছাতক পৌরসভা ও জাউয়া ইউনিয়নের বিভিন্ন টিআর/কাবিটা প্রকল্পসহ সরকারি অফিসগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ছাতক থানা, ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য দপ্তরের কর্মকাণ্ড সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি দপ্তরগুলোর সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছিরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
দপ্তর পরিদর্শনের পাশাপাশি টিআর/কাবিটা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসনের এই সফরকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন ও জনসাধারণ। তারা মনে করছেন, এ ধরনের পরিদর্শন কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।