
মোঃ ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্রাকের “মাইগ্রেশন বন্ধু ফোরাম” এক নিরব কিন্তু সুদূরপ্রসারী ভূমিকা রেখে চলেছে। এই ফোরামটি দীর্ঘদিন ধরে প্রবাসফেরত নাগরিকদের পুনর্বাসন, মানসিক সহায়তা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে, যারা বিদেশগমনেচ্ছুক, তাদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, সচেতনতা এবং নিরাপদ অভিবাসনের বিষয়ে পরামর্শ দিয়ে আসছে।
বিদেশফেরতদের পাশে সহমর্মী উদ্যোগ- মাইগ্রেশন বন্ধু ফোরামের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে, প্রবাস থেকে ফিরে আসা শ্রমিকদের পুনরায় সামাজিক ও অর্থনৈতিকভাবে মূলধারায় অন্তর্ভুক্ত করা। অনেকেই প্রবাসে প্রতারণা বা দুর্ভোগের শিকার হয়ে দেশে ফিরে মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ফোরামের সদস্যরা এই শ্রেণির মানুষদের খুঁজে বের করে তাদের জন্য মনোসামাজিক কাউন্সেলিং, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, পেশাভিত্তিক প্রশিক্ষণ, ও ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সহায়তা প্রদান করে থাকেন।
নিরাপদ অভিবাসনের বার্তা
বন্ধু ফোরাম শুধু প্রবাস ফেরতদের নিয়েই কাজ করছে না, বরং যারা বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে যেতে আগ্রহী, তাদের জন্যও প্রয়োজনীয় তথ্য, সতর্কতা ও প্রস্তুতির বিষয়গুলো পরিষ্কারভাবে উপস্থাপন করছে। বিশেষ করে দালালচক্রের প্রতারণা এড়াতে কীভাবে সরকারি অনুমোদিত পদ্ধতিতে বিদেশযাত্রা করা যায়, সেই বিষয়গুলো নিয়ে নিয়মিত সভা, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ফোরাম।
স্থানীয় সম্প্রদায়ে প্রশংসা ও সহযোগিতা
স্থানীয় পর্যায়ে এই উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফোরামের কার্যক্রমে সহযোগিতা করছেন এবং তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং ছাতকের অভিবাসন বাস্তবতায় একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ফোরামের সদস্যরা জানিয়েছেন, তারা ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম বিস্তৃত করতে চান। যাতে প্রতিটি এলাকায় অন্তত একজন করে মাইগ্রেশন সহায়ক ব্যক্তি থাকেন, যিনি তথ্য দিয়ে ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে অন্যদের পথ দেখাতে পারেন। তাঁরা চান, প্রতিটি বিদেশযাত্রার গল্প যেন হয় সফল ও নিরাপদ।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, তারা ব্রাকের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচিগুলো পরিচালনা করছেন এবং ভবিষ্যতেও এটি আরও কার্যকর ও টেকসই করতে নিরলসভাবে কাজ করে যাবেন।