
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ছাতক বাজার এলাকায় পরিচালিত অভিযানে ‘দে ফার্মেসি’ ও ‘জাবা মেডিকেল ফার্মেসি’ নামের দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (খ), (গ), (ঘ) উপধারায় একাধিক অনিয়ম পাওয়া যায়। অভিযানকালে সুনামগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা এবং তাঁর টিম উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযান পর্যবেক্ষণে ছিলেন সাংবাদিক মীর আমান মিয়া লুমান, সময় টেলিভিশনের সিলেট প্রতিনিধি (ক্রাইম) আমিনুল ইসলাম এবং তার ক্যামেরাপারসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফার্মেসি ব্যবসায়ীদের ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।##