ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে ছাতকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ছাতক থানা পুলিশের আয়োজনে ছাতক সোলেমান সেন্টারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান। এসময় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। পূজা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য ছাতক থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা, নিয়মিত টহল, চেকপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, পূজামণ্ডপে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, যানজট এড়াতে যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং স্বেচ্ছাসেবক বাহিনীর সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি গুজব বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দোলন তরফদারসহ কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাবু রাবিন্দ্র কুমার দাশ, পিযুষ ভট্টাচার্য,শংকর কুমার দাস, অরুণ দাস, সুমন দেবনাথ, কালীদাস, চম্পু রায়, বাবু হেমন্ত দত্তসহ ১৩টি ইউনিয়ন ও পৌরসভার পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।

এ ছাড়াও সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাতের বেলা বিশেষ টহল জোরদার করা হবে।

সভা শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছাতক থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খানের উদ্যোগকে স্বাগত জানান এবং ছাতকবাসীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।