
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ:: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদ্য প্রয়াত বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পিতা আজেফর আলীর রূহের মাগফিরাত কামনায় গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় এই মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম আজেফর আলী ছিলেন এলাকার একজন সদালাপী, সৎ ও ধর্মপরায়ণ মানুষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শুধু পরিবার নয়, প্রতিবেশী ও সমাজের মানুষও গভীরভাবে শোকাহত হয়েছে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আজেফর আলী ছিলেন একজন পরোপকারী ও মানবপ্রেমিক মানুষ। জীবদ্দশায় তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে সমাজ হারালো এক নীতিবান অভিভাবক। বক্তারা মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, মোনাজাত করেন যুগ্ম সাধারণ সম্পাদক হাকীম ফারুক আহমদ নোমান।
এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, দৈনিক সময়কাল পত্রিকার ছাতক প্রতিনিধি শাহ আখতারুজ্জামান, দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি শাকির আমিন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি এম এইচ খালেদ মিয়া,নুর উদ্দিন, মাহমুদ আলম, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম, লুৎফুর রহমান শাওন, অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনু, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম সহ আরও প্রমূখ।
মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।