ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে স্পীকার হুমায়ুম রশিদ চৌধুরি ভবনের উদ্বোধন

rising sylhet
rising sylhet
নভেম্বর ১০, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর শুকুরুন্নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন চারতলা বিশিষ্ট স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরী একাডেমিক ভবন উদ্বোধন করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
(গত১০নভেম্বর)শুক্রবার বিকেলে বিদ্যালয়ের একাডেমিক ভবনটি উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে এক কোটি টাকা ব্যয়ে খাগামুড়া স্কুলের ভবন ও ৪০ লাখ টাকা ব্যয়ে পীরপুর বাজারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি মানিক।

বজলুল হক চৌধুরীর সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফজলুর রহমান, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র, পৌর আওয়ামীলীগের আহবায়ক আবদুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, উপজেলা যুবলীগের সেক্রেটারি, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, আওয়ামীলীগ নেতা আফজল হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রশিদ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান, এ্যাডভোকেট আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি মোস্তাকিম রায়হান, সাবেক মেম্বার রাজন মিয়া তালুকদার, জমির উদ্দিন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ও কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী লুবনা বেগম।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পালপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুস সামাদ, ফারুক আহমদ সরকুম, ছমরু মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, আজাদুল ইসলাম, আবুল বশর, আনছার আলী, কাওছার আহমদ, আবু হানিফা ছায়মন, রইছ আলী, মাহমুদ আলী মেম্বার, পারভেজ আহমদ সরকুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আরজ আলী, মিজানুর রহমান রাসেল, ইউপি সদস্য সুরেতাজ মিয়া, লিটন আহমদ, নিয়ামত আলী, ছদরুল হোসেন, পাবেল আহমদ, হোসাইন আহমদ, শিমুল আহমদ, আবু সাঈদ, মিজানুর রহমান মেম্বার, এহিয়া মেম্বার, ইউপি সদস্যা পূর্নিমা রানী, ইয়াছমিনা বেগম ও সালেহা বেগম, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, শাহ কামাল প্রমুখ।

২৩৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।