
ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে। গত ২৪জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ছাতক উপজেলা শাখার সভাপতি ছাদেকুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার পরিচালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আমিরুল হক, ছাতক উপজেলা শাখার উপদেষ্ঠা পরিষদের সদস্য জয়দেব নারায়ন ভৌমিক, উপদেষ্ঠা পরিষদের সদস্য মো: সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক নিকলেশ দেবনাথ, কোষাধ্যক্ষ মুহিবুল ইসলাম, প্রচার সম্পাদক এনামুল হক, সদস্য আল আমিন ফাম্মি, স্বাস্থ্য সহকারী নাসির আলী, সুজন মিয়া, রুবেল আহমদ, কিবরিয়া প্রমুখ।
বক্তারা, অবিলম্বে স্বাস্থ্য সহকারীদের শতভাগ ন্যায্য ও যৌক্তিক প্রস্তাবিত ৬দফা দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।