
ছাতক প্রতিনিধি :সুনামগঞ্জেরক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় পরিচালিত “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)” প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই ডিসেম্বর ২০২৫ বুধবার সকালে ছাতক উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রবাস বন্ধু ফোরামের সহযোগিতায় অভিবাসী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাতক উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ডিপ্লোমেসি চাকমা উপজেলা নির্বাহী অফিসার। তিনি তার বক্তব্যে নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে অভিবাসীদের জীবনমান উন্নয়ন সম্ভব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. মোহাম্মদ মিলন মিয়া,
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাস বন্ধু ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক অজিত কুমার দাশ, সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ হানিফ উদ্দিন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুবাস চন্দ্র চক্রবর্তী,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রনব লাল দাস,উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ, মোঃ জাংগীর,জীতেন বর্মন, মো:আজাদুর রহমান,শাখাওয়াত হুসেন,সাংবাদিক ও ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক মোঃ ফজল উদ্দিন, ইজাজুল হক, মোঃ শামীম,হোসেন আলী মিলন,পিংকু দাস, প্রীতম দাশ প্রিন্স,কমলেশ চক্রবর্তী, সুভাষ চন্দ্র, প্রণব লাল দাস, সাথী রানী ধর, ফুলেন সূত্র ধর, প্রধীন রঞ্জন পুরকায়স্থ, রক্তিম রায় প্রমুখ।
বক্তারা বলেন, প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে ফিরে আসা অভিবাসীদের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্র্যাক। তারা নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য প্রদান করা হয়।