
রাইজিংসিলেট- ফজল উদ্দিন,ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের বিশেষ অভিযানে মোট ৭ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে সিএনজি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় রুজুকৃত মামলার ৪ জন আসামী, নিয়মিত মামলার ২ জন আসামী এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রাহিম, এসআই রেজাউল, এসআই সারোয়ার, এসআই বিন আমিন, এএসআই তোহা, এএসআই সাইফুর ও এএসআই মাসুদসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন—
জায়েদ আহমেদ (২১) তায়েদ আহমেদ (২০), উভয়ের পিতা মৃত লাল মিয়া, সাং-দোহালিয়া, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ; বর্তমানে নরসিংটিলা (বাগবাড়ী), রহিমা কলোনী, ৯নং ওয়ার্ড, থানা-সিলেট সদর (কোতয়ালী), এসএমপি, সিলেট। (ছাতক থানার মামলা নং–৩৩(৯)২০২৫)।
আনোয়ারা বেগম (৪০), পিতা-আব্দুল জলিল, স্বামী-ছায়াদ আলী, সাং-রাজারগাঁও।
আমির আলী (২৬), পিতা-আব্দুল জলিল, সাং-গোদাবাড়ী। (ছাতক থানার মামলা নং–০৪, তারিখ-০২/০৯/২০২৫)।
মোয়েদ আহমদ (৩৮), পিতা-মোঃ নাছির উদ্দিন, সাং-মল্লিকপুর, ডাক-ছাতক, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ। (সি.আর নং-৩৮৩/২৫, ছাতক)।
গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে শনিবার (২১.সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ছাতক থানায় দায়ের করা সিএনজি ছিনতাই মামলার তদন্তকে কেন্দ্র করে পুলিশ মাঠে নামলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের পর মামলার অগ্রগতি সম্পর্কে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ছাতক থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধ নিয়ন্ত্রণে ছাতক থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। অপরাধীরা যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”