
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় এক জন ও সিআর ওয়ারেন্ট ভূক্ত এক জনসহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ০৩ অক্টোবর রাতে, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খানের নির্দেশে, এসআই মোফাখখারুল ইসলাম, এএসআই তোহা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন, এসময় সিআর-১৩১/২৫ (ছাতক) এর আসামী কবির মিয়া পিতা-সমসু মিয়া, সাং-রাজগাওঁ,কে গ্রেফতার করে পুলিশ, পড়ে ছাতক থানার মামলা নং-০২(১০)২৫ এর আসামী ১। আব্দুর রহমান শুভ, পিতা-আব্দুল মতিন, সাং-তকিপুর,কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
সত্যতা নিশ্চিত করেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।