ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতক পাগল হাসান স্মরণে আলোচনা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে

rising sylhet
rising sylhet
এপ্রিল ২১, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ads

ছাতক প্রতিনিধিঃ ছাতকে প্রখ্যাত কন্ঠ শিল্পী মরহুম মতিউর রহমান ওরফে পাগল হাসান স্মরণে আলোচনা সভা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ এপ্রিল ছাতক শহরের অদুরে প্রস্তাবিত পাগল হাসান চত্তর সংলগ্ন মাঠে বিশাল আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

পাগল হাসান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন,প্রখ্যাত শিল্পী আসিফ আকবর,ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল,শিল্পী এফ এ সুমন, কিশোর পলাশ,
পারভেজ খান, প্রতিক উজ্জল, বন্যা তালুকদার ও সাংবাদিক খালেদ মিয়া।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন,পাগল হাসান স্মৃতি পরিষদের আহবায়ক ইজাজুল হক রনি।অনুষ্ঠান পরিচালনা
করেছেন হেপী জান্নাত।

বিকেল ৩ টায় অনুষ্ঠান শুরু হলেও আলোচনা ও আসিফ আকবরের গানের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্টান শেষ হয়।
সন্ধ্যার পর গানের অনুষ্ঠান শুরু করা হয়। এ অনুষ্ঠান রাত ১২ টা পর্যন্ত চলছিলো। অতিথি ও স্থানীয় শিল্পীবৃন্দের গানে- গানে রাত ১২ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে ।মনোজ্ঞ এই অনুষ্ঠানে এফ এ সুমন, কিশোর পলাশ,পারভেজ খান,বন্যা তালুকদার পাগল হাসান রচিত গানগুলো করেছেন বেশি।
স্থানীয় শিল্পীরা ও হাজার-হাজার দর্শকদেরকে গানে-গানে মাতিয়েছেন। অনুষ্ঠানে পাগল হাসানের মা,স্ত্রী,দুই ছেলে, পাগল হাসান স্মৃতি পরিষদের সদস্য,উপদেষ্টা পরিষদের সদস্য,পুলিশ,সাংবাদিক,সেনাবাহিনী,সরকারি কর্মকর্তা ও হাজার-হাজার নারী-পুরুষ দর্শক ও দেশের বিভিন্ন এলাকা থেকে পাগল হাসানের ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।