 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের বাড়িতে পুলিশের তল্লাশী, পরিবারের সদস্যদের হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। গত ৩ জুন বিকালে ছাতক থানা পুলিশ উপজেলার তাতিকোনা গ্রামের তার নিজ বাড়িতে এই তল্লাশী চালায়।
স্থানীয় সুত্রে জানা যায়, ছাত্রদলের রাজনীতি প্রতিহিংসার জেরে ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের বাসায় পুলিশের তল্লাশী, পরিবারের সদস্যদের হুমকি ও হয়রানি করেছে ছাতক থানা পুলিশ।
মোঃ আরিফুল ইসলাম আরিফ বাবা সাহেদ আলী বলেন, আমার ছেলে দীর্ঘদিন থেকে জাতীয় দল বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের রাজনীতি করে আসছিল। তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি মিথ্যা ষড়যন্ত্রমূলক করা হয়। এই মামলার প্রতিহিংসার জেরে পুলিশ আমার পরিবারের সদস্য অন্যায়ভাবে হয়রানি করছে। তাই আমার পরিবার চরম নিরপত্তাহীনতায় ভুগিতেছে।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                