
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ সভাপতি অমিত কুমারকে আটক করেছে থানা পুলিশ।৩ মার্চ (সোমবার) দুপুরের দিকে নওগাঁর আত্রাইয় উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দীন বলেন, আটককৃত অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে হবে বলেও জানান তিনি।
আটককৃত অমিত কুমার উপজেলার সাহাগোলা গ্রামের অমিয় কুমার শাহা’র ছেলে ও আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।