ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়িতে হা ম লা নেতাসহ ৫ জন আ হ ত

rising sylhet
rising sylhet
আগস্ট ২৮, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার নেতৃত্বে অলি মাতবর নামের এক যুবদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুবদল নেতাসহ আরও ৫ জন আহত হয়েছে।

আহতরা হলেন- গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সদস্য অলি মাতবর, স্ত্রী বুবলী আক্তার, তার ছোট ভাই খলিল মাতবর, প্রতিবেশী শফিক, নয়ন, ও রাফি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সদস্য অলি মাতবর রিকশাযোগে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় নাগেরবাগ ৫ নম্বর ক্যানেল পৌঁছলে গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকাশ, রনি মিয়া, রবিউল মিয়া, মফিজ মিয়াসহ অজ্ঞাত ১০/১৫ জন গতিরোধ করে অলি মাতবরের ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে তার হাতে ও পিঠে আঘাত করে পরে সে দৌড়ে পালিয়ে তার বাড়িতে গেলে তারা তার বাড়িতে গিয়ে হামলা চালায়।

এ সময় তার ভাই খলিল মাতবর এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মাথায় কুপিয়ে জখম করে, পরে তার চিৎকার শুনে স্ত্রী বুবলী আক্তার, প্রতিবেশী শফিক, নয়ন এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে হামলাকারীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করতে করতে চলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে জানতে ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকাশ মিয়াকে ফোন করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।