
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার মন্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কখনো ক্ষমতার রাজনীতি করে না ।
শুক্রবার (২২ আগস্ট) সিলেটের সুবিদবাজার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে শাবিপ্রবির ২০২৪-২৫ সেশনে আগত নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্যে করেন তিনি।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও শাবিপ্রবি শাখা শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ অন্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক রাজনীতি নিষিদ্ধ করেছেন। তারপর থেকে আমরা দলীয় ব্যানারে কোনোদিন কার্যক্রম পরিচালনা করিনি। কিছুদিন আগেও আমরা দুই লক্ষ টাকা বৃত্তি দিয়েছি। চাইলে ক্যাম্পাসে বড় প্রোগ্রাম করতে পারতাম কিন্তু আমরা তা করিনি। ছাত্রশিবির কখনো ক্ষমতার রাজনীতি করে না। আমরা শৃঙ্খলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।’