
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চুয়েট (প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শাখার সভাপতি সাগরময় আচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাগরময় আচার্য চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর জামালখান এলাকা থেকে তাকে কোতোয়ালি থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গ্রেপ্তার সাগরময়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কোতোয়ালি ও রাউজান থানায় মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।