
রাইজিংসিলেট- ছারছীনা দরবারে সালাহউদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রাজধানীর বনানীতে অবস্থিত খানকায়ে ছারছীনা দরবারে গিয়ে পীর সাহেব শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২৯ জুলাই রাতে। সেখানে তিনি পীর সাহেবের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া নেন। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, এটি রাজনৈতিক কোনো উদ্দেশ্যে নয় বরং purely সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া নেওয়ার উদ্দেশ্যে ছিল। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও অতীতে একাধিকবার ছারছীনা দরবারে গিয়েছিলেন এবং পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।