
রাইজিংসিলেট- ছালিয়া দক্ষিণ পাড়া নতুন মসজিদের উদ্যোগে ১ম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আগামী ১৪ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার। স্থান- মসজিদ সংলগ্ন মাঠ। সময়- বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত…
সভাপতিত্বে থাকবেন…
★ ছইদুর রহমান সাহেব (সাবেক শিক্ষক- ছালিয়া ইসলামিয়া মাদ্রাসা)
★ হাফিজ মাওঃ আব্দুস সামাদ সাহেব (মুহতামিম ছালিয়া মাদ্রাসা)
আমন্ত্রিত উলামায়ে কেরাম…
* হযরত মাওঃ মুফতি আমিরুল ইসলাম সাহেব (হবিগঞ্জ)।
* ক্বারী মাওঃ আব্দুল মুমীন সাহেব (সুনামগঞ্জ)।
* হযরত মাওঃ মাহমুদুল হাসান সাহেব (শায়খে, বাহুবলী)।
* হাফিজ মাওঃ আফজাল হোসেন সাহেব (খাদিমনগরী)।
* হাফিজ মাওঃ আতিকুর রহমান সাহেব (মুহতামিম, দারুল উলুম শাহ মোঃ ইলিয়াস (রহ.) মাদ্রাসা, সালুটিকরঘাট)।
* ড. মাওলানা জিয়াউর রহমান সাহেব ( লিডিং ইউনিভার্সিটি, সিলেট)
* মুফতি হাফিজ মাওঃ তাজ উদ্দিন আহমেদ সাহেব (জালালাবাদী)।
উক্ত ওয়াজ মাহফিলে আরও দেশবরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন, উক্ত মাহফিলে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করি।
দাওয়াতক্রমে- মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
বি:দ্র:- খেলনা ও কসমেটিকসের দোকান নিষিদ্ধ!