
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানের স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার বাটা গেইট এলাকায় বিআরটি প্রকল্পের সিঁড়ির ওপর এই ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সকালে অফিসে যাওয়ার জন্য বিআরটি প্রকল্পের উড়াল সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সিদ্দিকুর। এ সময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিদ্দিকুর রহমান স্ত্রী ও পরিবারসহ টঙ্গীর মধুমিতা রোডের আপন হাউজিং-এ ভাড়া থাকতেন।