জকিগঞ্জে পৃথক অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া গণধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামি, মাদক মামলার এক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার বিরশ্রী এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বড়পাথার এলাকার আব্দুল করিমের ছেলে এনামুল হক সাবুকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।