রাইজিংসিলেট- সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে এক বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে সংঘটিত এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষণীয়।
ভুক্তভোগী আবদুল্লাহ চৌধুরী, যিনি একসময় ইউপি সদস্য ছিলেন এবং স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের মালিক, জানান—প্রায় ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল লোহার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ প্রায় ১৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
ঘটনার পর ডাকাতদের একটি প্রাইভেট কার বাড়ির কাছাকাছি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং গাড়িটি জব্দ করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।