
জগন্নাথপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইস-টু’ অভিযানে পুলিশ দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কামিল আহমদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে কামিল আহমদকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাদিপুর (আনাপুর) গ্রামের আব্দুল আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কামিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সক্রিয় সদস্য এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় ১০ নম্বর আসামি ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্রে করে গত ২৮ জুন সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।