
রাইজিংসিলেট- ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জনগণকে তাদের মোবাইল ফোন থেকে বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপ মুছে ফেলার জন্য আহ্বান করেছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ সংক্রান্ত বার্তা দেয়।
ইরানের এমন ঘোষণার পর পাল্টা জবাব দিয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বলা হয়েছে, সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ ছাড়াই অভিযোগ করা হয়েছে যে, মেসেজিং অ্যাপটি ইসরায়েলে পাঠাতে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে।
এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ বিবৃতিতে বলেছে, এই মিথ্যা প্রতিবেদনগুলো আমাদের পরিষেবাগুলোকে ব্লক করার একটি অজুহাত মাত্র। এ কারণে আমরা উদ্বিগ্ন, কেননা, যখন কিনা এটি মানুষের সবচেয়ে বেশি প্রয়োাজন।
হোয়াটসঅ্যাপের নিয়ম অনুযায়ী, প্লাটফর্মটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে। ফলে মাঝে থাকা তৃতীয় কোনো ব্যক্তি বা পরিষেবা প্রদানকারী কোনো বার্তা পড়তে বা জানতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আপনার সঠিক অবস্থান ট্র্যাক করি না। ব্যবহারকারী কে কাকে বার্তা পাঠাচ্ছে, সেই লগ রাখি না আমরা এবং ব্যবহারকারীরা একে অপরকে যে ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছে, তাও ট্র্যাক করি না। এমনকি কোনো সরকারকে তথ্য সরবরাহও করি না আমরা।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রেগরি ফ্যালকো বলেছেন, এটি প্রমাণ হয়েছে যে, হোয়াটসঅ্যাপ মেটাডেটা বোঝা সম্ভব, যা এনক্রিপ্ট করা হয় না। এ জন্য আপনি সহজেই বুঝতে পারবেন ব্যবহারকারীরা কীভাবে অ্যাপটি ব্যবহার করছেন। এমনকি এটি একটি ধারাবাহিক সমস্যা; যেখানে ব্যবহারকারীরা এ কারণেই হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নয়।