নিজস্ব প্রতিবেদকঃ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ এর পানি দিয়ে কৃষকদের কাছ থেকে নগদ টাকা ও ধান নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্স এর বিরুদ্ধে।
সিলেট নগরীর ৩৭ নং ওয়ার্ড আখালিয়ার টিলারগাঁও পশ্চিমের ফসলী মাঠে আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্সের নিজস্ব গবাদিপশু খামারে স্থাপিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ এর পানি নগদ টাকা এবং ধান দেয়ার চুক্তিতে কৃষকদের পানি দিয়ে ব্যবসা করছেন ফরহাদ বক্স। দীর্ঘদিন যাবৎ সরকারি বরাদ্দকৃত নলকূপের পানি দিয়ে ব্যবসা করলেও কোন ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। এনিয়ে কৃষক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানাযায়, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট ১ আসন এর সাবেক এমপি ও সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আবুল মুহিত এর ব্যক্তিগত গাড়ির চালক এবং মহানগর আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নগরীর ৯ নং ওয়ার্ড নেহারি পাড়া এলাকার চুনু মিয়ার ছেলে ফরহাদ বক্স।
দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি ৩৭ নং ওয়ার্ডে নিজস্ব গবাদি পশুর খামারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১ টি গভীর নলকূপ স্থাপন করেন। বোরোধান চাষে পানির চাহিদা থাকায় ফরহাদ বক্স কৃষকদের নিকট হতে নগদ টাকা এক কিয়ার ৩০ শতক প্রতি ৩ ফালি ৭৫ কেজি ধান দেয়ার চুক্তিতে পানি ব্যবসা শুরু করেন। যারা ধান দিতে রাজি হন না তাদের কাছ থেকে নগদ টাকা নিতেন বলে জানান একাধিক কৃষক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে, একাধিক মামলার আসামী ফরহাদ বক্স পালিয়ে যান। বর্তমানে খামার দেখাশোনার দায়িত্বে থাকা নজরুল কৃষকদের কাছ থেকে ধান ও টাকা আদায় করছেন।
এপ্রসঙ্গে, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেট সদর উপজেলার সহকারী প্রকৌশলী মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার এর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা যায়নি।