বিপিএল’ টি-টোয়েন্টির সিলেট পর্বের আজকের (১০ জানুয়ারি) ম্যাচে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাটিং করে ১৯৩ রান তুলেছে ঢাকা। জয়ের জন্য ১৯৪ রান দরকার সিলেটের।
এদিকে ছুটির দিন সিলেটের ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের উৎসাহের কমতি নেই। টিকিট কিনতে কাউন্টারগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। টিকিট দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে চারটি লাইন করে দেওয়া হচ্ছে টিকিট। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট পাচ্ছেন না অনেকে। তবে বরাবরের মতই টিকিট কালোবাজারিদের মাধ্যমে পাওয়া যাচ্ছে এমন অভিযোগ রয়েছে দর্শকদের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই আসরে তিন ম্যাচ খেলে এখনো একটাও জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। অন্য দিকে পাঁচ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে ঢাকা ক্যাপিটালস। প্রথম জয়ের জন্য মুখিয়ে আছে দুই দলই। রাতেই ফলাফলেই দেখা যাবে প্রথম জয়টা কে পায়। অন্যদিকে চার ম্যাচে এক জয় নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। তারা লড়ছে দুই ম্যাচে দুই জয় পাওয়া খুলনা টাইগার্সের বিপক্ষে। খুলনা টাইগার্স রয়েছে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে।